আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) প্রফেশনাল শ্রেণীর ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামী ২০ মার্চ মঙ্গলবার থেকে শুরু হবে।
ওই দিন বিকেল ৪টা থেকে শুরু হয়ে এ আবেদন ২৯ মার্চ রাত ১২টা পর্যন্ত চলবে।
১৮ মার্চ রবিবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ ভর্তি কার্যক্রমে যে সব প্রার্থী প্রাথমিক আবেদন নিশ্চিত হয়েছে। কিন্তু মেধা তালিকায় স্থান পায়নি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি ও ভর্তি বাতিল করেছে সে সব প্রার্থী ১ম রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট (িি.িধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ অথবা হঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং) থেকে এ সংক্রান্ত সব তথ্য জানা যাবে।
২য় পর্যায়ে যে সব প্রার্থীর প্রাথমিক আবেদন নিশ্চিত হয়েছে তাদের মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে হবে।
দৈনিক দেশজনতা/এন এইচ