১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৭

‘ফি-ফগ’-এর অতিথি পূর্ণিমা

বিনোদন ডেস্ক:

চিত্রনায়িকা পূর্ণিমা বর্তমানে আরটিভির তারকা টক শো ‘এবং পূর্ণিমা’ নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। এরইমধ্যে তার জন্য এসেছে নতুন খবর। আগামী ২১ থেকে ২৯শে এপ্রিল সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘ফি-ফগ’-এর ১৩তম আসর। বিশ্বের বিভিন্ন দেশের ১০০টি চলচ্চিত্র এতে অংশ নেবে। কয়েক বছর ধরে বাংলাদেশ এই উৎসবে অংশ নিচ্ছে। এবারের উৎসবে প্রদর্শিত হবে পূর্ণিমা অভিনীত এবং ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘টু বি কন্টিনিউড’ ছবিটি।

আর এবারের এই উৎসবে অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। তিনি বলেন, ছবিটি বাইরে প্রদর্শিত হবে এটা সত্যিই আনন্দের সংবাদ। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আয়োজকরা আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আমি সম্মানিত বোধ করছি এমন জমকালো আয়োজনের অতিথি হতে যাচ্ছি বলে। বেশ কয়েক দিন সেখানে থাকার ইচ্ছে আছে। তবে কবে তিনি রওনা করবেন তা এখনো চুড়ান্ত হয়নি।

জানা যায়,আর কিছুদিন পরই উৎসবে অংশ নেওয়ার জন্য সুইজারল্যান্ড যাবেন পূর্ণিমা। উৎসবের লালগালিচায় হাঁটবেন দেশীয় চলচ্চিত্রের এ জনপ্রিয় নায়িকা। নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমি জানান, চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম থেকে এ ছবিটি পাঠানো হয়েছে উৎসবে। আন্তর্জাতিক উৎসবে ছবিটি দেশের জন্য সুনাম বয়ে আনুক এটাই চাওয়া থাকবে।

গত বছর ঈদুল ফিতরে চ্যানেল আইতে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পাশাপাশি দেশের কয়েকটি সিনেমা হলে মুক্তি পায় ‘টু বি কন্টিনিউড’ ছবিটি। এ ছবিতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছেন গায়ক ও অভিনেতা তাহসান। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, অপর্ণা, মিতা চৌধুরী, আবুল হায়াত, সোহেল খান প্রমুখ। এসব কাজের বাইরে চলতি বছর মাছারাঙা টেলিভিশনের ‘সেরা রাঁধুনি ১৪২৪’ নামের রান্নার একটি অনুষ্ঠানে বিচারক হিসেবে অংশ নেন পূর্ণিমা।

প্রকাশ :মার্চ ১৮, ২০১৮ ১:০৪ অপরাহ্ণ