বিনোদন ডেস্ক:
‘শিলা কি জওয়ানি’, ‘চিকনি চামেলি’ এবং ‘কালা চশমা’ গানগুলো দেখার পর ক্যাটরিনা কাইফের নাচের দক্ষতা নিয়ে আর কারো প্রশ্ন থাকার কথা নয়। তবে একদিনেই এ রকম তুখোড় নৃত্যশিল্পী হয়ে ওঠেননি ক্যাটরিনা। পেরোতে হয়েছে বাধা, শুনতে হয়েছে কটূক্তি। এমনও শুনতে হয়েছে, নাচতেই নাকি জানেন না ক্যাটরিনা।
তবে ভেঙে পড়েননি তিনি। জয় করেছেন সে বাধাকে। আর এটাকেই জীবনের অন্যতম বাধা বা ‘হিচকি’ হিসেবে অভিহিত করেছেন ক্যাটরিনা। ইন্ডিয়া টুডের খবরে প্রকাশ, রানি মুখার্জির আসন্ন চলচ্চিত্র ‘হিচকি’র প্রচারের অংশ হিসেবে নিজের জীবনের বাধা বা ‘হিচকি’ নিয়ে কথা বলেন ক্যাটরিনা। সেখানেই তিনি জানান বলিউডে শুরুর দিকে নাচতে না পারার অভিজ্ঞতা।
মিডডে-কে ক্যাটরিনা বলেন, ‘আমার মনে আছে আমি তখন তেলেগু চলচ্চিত্র ভেঙ্কাটেশের জন্য শুটিং করছিলাম। নৃত্য পরিচালক রাজু সুন্দরম আমার নাচের অপারগতা দেখে খুব বিরক্ত হয়েছিলেন; কিন্তু তিনি কিছু বলেননি। পরে যখন ওয়ান্টেড ছবির কাজ চলছিল আমি শুনেছিলাম যে, সালমানকে সে বলছে আমার নাচের দক্ষতা শূন্য। আমি সেটা শুনে বিস্মিত হয়ে যাই।’
তবে এ কথা শুনে পিছু হটেননি ক্যাটরিনা। দ্বিগুণ গতিতে নাচ শেখা শুরু করেন তিনি। ক্যাটরিনা বলেন, ‘আমি কত্থক গুরু ভিরু কৃষ্ণানের কাছে প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত নাচ শিখেছি। এ ছাড়া বসকো সিজার আমাকে রেস ছবির প্রথম কিস্তিতে অভিনয়ের সময় আত্মবিশ্বাস জোগায় যে আমার মধ্যেও নাচের দক্ষতা রয়েছে। আমি মনে করি, একজন ভালো শিক্ষক তাঁর শিক্ষার্থীকে আত্মবিশ্বাস দেবে যে সে এটা করতে পারবে। এভাবেই আমি একজন শুন্য নৃত্যশিল্পীর চ্যালেঞ্জকে জয় করি।’
বর্তমানে আনন্দ এল রায়ের পরিচালনায় শাহরুখ খানের বিপরীতে ‘জিরো’ ছবিতে অভিনয় করছেন ক্যাটরিনা। ছবিতে আরো অভিনয় করছেন আনুশকা শর্মা। বড়দিন সামনে রেখে চলতি বছরের ২১ ডিসেম্বর ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি