১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৬

লোপেজের বুক দেখতে চেয়েছিলেন পরিচালক

বিনোদন ডেস্ক:

হলিউড পরিচালক হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠার পর থেকেই এই বিষয়টা নিয়ে সরব হয়েছে গোটা বিশ্ব। #MeToo-এর মাধ্যমে গত বছরই প্রতিবাদ করেছিলেন হলিউডের কয়েক ডজন নামকরা অভিনেত্রী। এটা নিয়ে পরে বলিউড, টলিউড এমনকী বাংলাদেশের চলচ্চিত্রেও নানা আলোচনা ও বিতর্ক হয়েছে।

সেই বিতর্কেই এবার নয়া সংযোজন অভিনেত্রী ও গায়িকা জেনিফার লোপেজ। এক পরিচালক নাকি তাকে ‘বুক দেখাতে’ বলেছিলেন। সম্প্রতি এক মার্কিন ম্যাগাজিনকে দেয়া সাক্ষাতকারে এমন অভিজ্ঞতার কথা শেয়ার করেন লোপেজ। তিনি বলেন, ‘একবার এক পরিচালক আমাকে বলেছিলেন, লোপেজ তোমার শার্টের বোতাম খুলে ফেল। আমি তোমার বুক দেখতে চাই।’ ঠিক এই ভাষাতেই নাকি জনপ্রিয় এই নায়িকা ও পপ তারকাকে অশ্লীল প্রস্তাব দিয়েছিলেন ওই পরিচালক। যদিও সেই প্রস্তাবে রাজি হননি ৪৮ বছর বয়সী লোপেজ। তার ভাষায়, ‘আমি সেই পরিচালকের প্রস্তাবে রাজি হইনি। মুখের ওপর পরিষ্কার না বলে দিয়েছিলাম।’

লোপেজ আরও জানান, ‘ক্যারিয়ারের প্রথম দিকে এমন অভিজ্ঞতা হয়েছিল তার। কিন্তু পরবর্তীতে এই ধরণের প্রস্তাব তাকে আর দেয়া হয়নি। তবে ক্যারিয়ারের শুরুতেই যে পরিচালকের জন্য তাকে ওমন বাজে অভিজ্ঞতার মুখোমুখি করেছিলেন, সাক্ষাতকারে তার নাম উল্লেখ করেননি মার্কিন এই পপ গায়িকা।

প্রকাশ :মার্চ ১৮, ২০১৮ ১১:০৩ পূর্বাহ্ণ