১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৪

কভারগার্ল ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক:

ভারতীয় সৌন্দর্যের অন্যতম সংজ্ঞা ঐশ্বরিয়া রাই বচ্চন। সাবেক বিশ্বসুন্দরী তথা বলিউড অভিনেত্রী, বরাবরই নিজের লুক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। ফ্যাশন ম্যাগাজিন ‘ফেমিনা’র চলতি মাসের কভারগার্ল রূপেও চমক দিলেন নায়িকা। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা।

গোটা বিশ্ব তার রূপের ভক্ত। ৪৪ বছর বয়সেও তার মতো সুন্দরীর জুড়ি মেলা ভার। ‘ফেমিনা’ ম্যাগাজিনের মার্চ সংখ্যার কভারগার্ল হিসেবে দেখা গেল ঐশ্বরিয়াকে।‘ফেমিনা’র কভারে ঐশ্বরিয়াকে এ বছরের সবচেয়ে সুন্দরী নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। তালিকায় আর কারা রয়েছেন তা জানা না গেলেও, ঐশ্বরিয়াকে সেরার সম্মান দেওয়া হয়েছে।

‘ফেমিনা’র ফটোশুটের ছবিগুলোতেও নজর কেড়েছেন ঐশ্বরিয়া। কোঁকড়ানো চুল ও ন্যুড লিপস্টিকে একেবারে মোহময়ী দেখাচ্ছে নায়িকাকে। হেয়ারস্টাইল করেছেন ফ্রাঙ্কো ভেলেলোঙ্গা। ফটোশুটে নায়িকা পরেছেন রেট্রো স্টাইলের পোশাক। ডায়র, আশিস এন সোনি ও তনয়া গাভরির ডিজাইনার পোশাক পরেছেন অভিনেত্রী। বহুদিন পর ঐশ্বরিয়ার এমন রূপ নজর কেড়েছে দর্শকদেরও। ফটোশুটের ছবিগুলো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

২০১৬ সালে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে শেষ দেখা গিয়েছিল অভিনেত্রীকে। আপাতত নায়িকা ব্যস্ত তার আগামী ছবি ‘ফেনি খান’-এর শুটিংয়ে। ছবিতে প্রায় দশ বছরের ছোট অভিনেতা রাজকুমার রাওয়ের সঙ্গে রোমান্স করবেন অভিনেত্রী।

প্রকাশ :মার্চ ১৮, ২০১৮ ১০:০৪ পূর্বাহ্ণ