১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩১

নিজ ভুবনের বাইরে অন্য জয়া

বিনোদন ডেস্ক:

ব্যস্ততার শেষ নেই জয়া আহসানের। ঢাকা ও কলকাতার ছবির শুটিংয়ের পাশাপাশি দুই বাংলার নানা অনুষ্ঠানে তার উপস্থিতি তো রয়েছেই। ১৫ মার্চ ‘অদিতি’স ওয়ার্ল্ড’-দ্য আর্ট অব ফিটনেস সেন্টার নামে একটি জিমের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন এ নায়িকা।

অদিতি হচ্ছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অঞ্জন কুমার দেবের ছোট মেয়ে। প্রয়াত এ মেয়েটির স্মরণে গুলশানে গত বছর আগস্টে গড়ে তোলা হয় ‘অদিতি’স ওয়ার্ল্ড’-দ্য আর্ট অব ফিটনেস সেন্টার। শুরু হওয়ার আগে থেকেই এ ফিটনেস সেন্টারে জয়া আহসানের নিয়মিত যাতায়াত। ১৫ মার্চ অদিতির জন্মদিনে এ ফিটনেস সেন্টারটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এতে জয়া আহসানও অংশগ্রহণ করেন। সঙ্গে ছিলেন অভিনেতা আল মামুন ও আদিতির মা মুক্তা দেব।

প্রকাশ :মার্চ ১৭, ২০১৮ ১২:২৫ অপরাহ্ণ