১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৭

বিবাহিত জীবনে সুখী নই: রাধিকা

বিনোদন ডেস্ক:

অক্ষয় কুমারের পাশে নজর কেড়েছেন ‘প্যাডম্যান’-এ। সাফল্যের মধ্যগগনে। হাতে একগুচ্ছ ছবি। শ্রীরাম রাঘবনের ‘দ্য পিয়ানো প্লেয়ার’, সাইফ আলি খানের ‘বাজার’, বিক্রমাদিত্যের ‘ভাবেশ জোশী’। আবার দেব প্যাটেলের বিপরীতে পরিচালক মাইকেল উইন্টারবটমের ছবিতেও দেখা যাবে তাকে। কিন্তু এত কিছুর পরও শান্তি নেই রাধিকা আপ্তের জীবনে। কারণ তার স্বামী। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের সংবাদ প্রতিদিন পত্রিকা।

অবাক হচ্ছেন? হ্যাঁ, বিবাহিত রাধিকা আপ্তে। স্বামী ব্রিটিশ মিউজিশিয়ান বেনেডিক্ট টেলর। না রাধিকার অশান্তির জন্য বেনেডিক্ট দায়ী নন। দায়ী তাদের ভৌগলিক দূরত্ব। রাধিকা জানান, স্বামী থাকেন ইংল্যান্ডে আর তিনি কাজের খাতিরে ভারতে। এই দূরত্বের জন্য সম্পর্কটা সত্যিই কঠিন হয়ে উঠেছে। প্রায় প্রতি মাসেই রাধিকা ইংল্যান্ডে যান। স্বামী বেনেডিক্টও আসেন। আর এর জন্য প্রচুর টাকা খরচ হয়। শুটিংয়ের ফাঁকে যদি আচমকা সপ্তাহ খানেকের ছুটি পান। ইকোনমি ক্লাসে হলেও ছুটে যান বেনেডিক্টের কাছে। কিন্তু তাড়াতাড়ির কারণে টিকিট প্রচুর দাম দিয়েই কিনতে হয় রাধিকাকে। তাছাড়া দু’টি দেশে বাড়িও রয়েছে। সেগুলোও তো মেনটেইন করতে হয়। এতকিছুর মধ্যেও দু’জনের ভালবাসা অক্ষুন্ন রয়েছে বলেই এতটা পরিশ্রম সহ্য করতে পারছেন নায়িকা।

আর এরই মাঝে একের পর এক কাজ করে চলেছেন। বলিউডে এখন তার সময় ভালই যাচ্ছে। এর মধ্যেও কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় বিকিনি পরার জন্য ট্রলড হয়েছিলেন রাধিকা। তাও নায়িকা দিব্যি সামলেছেন। তবে সোশ্যাল মিডিয়ায় কেবল কাজের খাতিরেই রয়েছেন বলে জানান ‘প্যাডম্যান’-এর নায়িকা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১৭, ২০১৮ ১২:১৯ অপরাহ্ণ