১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১০

জোলির চতুর্থ বিয়ে

বিনোদন ডেস্ক:

হলিউডে এখন একটাই খবর ঘুরপাক খাচ্ছে, অ্যাঞ্জেলিনা জোলির বিয়ে। আবার নাকি বিয়ে করতে চলেছেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের পর জোলিকে নিয়ে নানা খবর ছড়িয়েছিলো হলিউডে। এবার সব গুঞ্জন থামিয়ে চতুর্থবার বিয়ে করতে চলেছেন অভিনেত্রী। এবার আর কোনও অভিনেতা নয় জোলির চতুর্থ স্বামী হতে চলেছেন এক ব্রিটিশ ধনকুবের। তবে তাঁর পরিচয় নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি।
জোলির বিয়ের ঘটকালি করেছেন হলিউডের আর এক তারকা জর্জ ক্লুনির স্ত্রী আমাল ক্লুনি। তিনিই নাকি জোলির সঙ্গে সেই ব্রিটিশ বিলিওনিয়ারের পরিচয় করিয়ে দিয়েছিলেন। সূত্রের খবর পুরো পরিচয়টাই হয়েছিল জোলির স্বেচ্ছাসেবা মূলক কাজের জন্য। এই ব্রিটিশ বিলিওনিয়ারও নাকি জোলির মতই রিফিউজিদের নিয়ে কাজ করছেন। সেই পরিচয় ক্রমে ঘনিষ্ঠতায় পরিণত হয়েছে।
জোলি তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, বিয়ের পর লন্ডনেই ছেলেমেয়েদের নিয়ে পাকাপাকি ভাবে থাকতে চান তিনি। এমনকি এই চতুর্থ স্বামীই যে তাঁর জীবনের শেষ পুরুষ হবেন তাও জানিয়েছেন। তবে বিয়ের দিনক্ষণ নিয়ে এখনই কোনও কথা স্পষ্ট করে জানাতে চাননি অভিনেত্রী। হলিউড লাইফ
প্রকাশ :মার্চ ১৭, ২০১৮ ১১:০৮ পূর্বাহ্ণ