লাইফ স্টাইল ডেস্ক:
হজমের সমস্যায় একটু লেবু চিপে লবণ পানি পান করা। গলা ব্যাথায় গারগেল করা ছাড়া লবণ পানির আর কী ব্যবহার করতে পারেন আপনি? কী মনে হয়? এই বিষয়গুলো বাদে আর তেমন কিছুই করার নেই। বা খুব কমই কাজ করা যায় লবণ পানি দিয়ে। কিন্তু লবণ পানির আরো অনেক ব্যবহার রয়েছে যা আপনি হয়তো এখনো জানেন না। তার মাঝে একটি হচ্ছে কাপড় থেকে ঘামের দাগ দূর করা। কি অবাক হচ্ছেন?
কাপড়ে ঘামের দাগ লেগে থাকলে তা দেখতে খুবই বাজে দেখায়। অনেক সময় সাবান ব্যবহার করলে কাপড় অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আবার অনেক কাপড় আছে যা যেমন তেমনভাবে পরিষ্কার করা যায় না। এর থেকে মুক্তি পেতে পারেন লবণ পানি দিয়ে। আজকে চলুন জেনে নেই কীভাবে কাপড় থেকে ঘামের দাগ দূর করতে ব্যবহার করবেন লবণ পানি।
এই সমস্যা সমাধানে ১/৪ লিটার গরম পানিতে ৪ টেবিল চামচ লবণ গুলিয়ে নিন।
স্পঞ্জ, টাওয়েল বা সুতি কাপড় ওই পানিতে ভিজিয়ে হালকাভাবে তা দাগের উপর লাগিয়ে স্পঞ্জ করে করে নিন। এভাবে কয়েকবার করুন। এবার কাপড়টি খোলা জায়গায় বাতাসে শুকিয়ে নিন।
রোদে শুকাতে পারলে বেশি ভালো। কাপড়টি শুকিয়ে গেলে দেখবেন কাপড়ে আর দাগ থাকবে না।
দৈনিকদেশজনতা/ আই সি