১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৮

ফেনীতে বন্দুকযুদ্ধে নিহত ১

ফেনী প্রতিনিধি:

ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। আজ শনিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে ফুলগাজী উপজেলার জি এম হাট এলাকায় তথাকথিত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। নিহত সাইফুল ইসলাম ফেনীর ছাগলনাইয়া থানার পাঠাননগর এলাকার মো. হানিফের ছেলে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাবি, গতকাল শুক্রবার সন্ধ্যায় জি এম হাট এলাকায় পুলিশ ডাকাত ধরতে অভিযান চালায়। এ সময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে এক পুলিশ সদস্য আহত হয়। এরই ধারাবাহিকতায় পুলিশ আজ ভোররাতে ফের অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশের উপর হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলিও চালায়।

গুলিতে তিন ডাকাত গুলিব্ধি হয় এবং ডাকাতের হামলায় আট পুলিশ সদস্য আহত হয়।
আহত ডাকাতদের ফেনী সদর হাসপাতালে আনার পর চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন। লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মার্চ ১৭, ২০১৮ ১০:৪৮ পূর্বাহ্ণ