২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:০০

নারিনের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ

স্পোর্টস ডেস্ক: 

ওয়েস্ট ইন্ডিজের তারকা বোলার সুনীল নারাইনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ নতুন কিছু নয়। এর আগে ২০১৪ সালের টি- টোয়েন্টি চ্যাম্পিয়নস লিগে তাঁকে দু’বার সতর্ক করা হয়। সতর্কতার পাশাপাশি দুই ম্যাচে নিষিদ্ধ ও ফাইনাল খেলতে পারেননি এই উইন্ডিজ তারকা। ২০১৪ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল) তিনি মিস করেন। ফলে বোলিং অ্যাকশন শোধরানোর জন্য ২০১৫ সালের বিশ্বকাপের আগ পর্যন্ত তাঁকে দলের বাহিরে রাখেন নির্বাচকরা।

এখানেই শেষ নয়। নারাইনের বোলিং অ্যাকশনের বিরুদ্ধে আবারও অভিযোগ উঠেছে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর ও কোয়েটার মধ্যেকার ম্যাচ শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ড কতৃপক্ষ নারাইনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে। তবে এখনই নিষিদ্ধ হচ্ছেন না নারাইন। আরেকবার অভিযোগ না ওঠা পর্যন্ত তিনি তাঁর দলের হয়ে খেলা চালিয়ে যেতে পারবেন।

পিসিবি এক বিবৃতিতে জানায়, ‘নারাইনকে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সতর্ক করা হয়েছে, তবে পিএসএলে তিনি তাঁর দলের হয়ে খেলা চালিয়ে যেতে পারবেন। আইসিসির নিয়ম অনুযায়ী, একজন বোলারকে বোলিং অ্যাকশনের জন্য দ্বিতীয়বার সতর্ক করা হলে তিনি ওই টুর্নামেন্টে আর বল করতে পারবেন না।’

পাকিস্তান ক্রিকেট বোর্ড কতৃপক্ষ নারাইনের বোলিং অ্যাকশনের সতর্কবার্তাটি ওয়েস্ট ইন্ডিজকে পাঠাবে। উইন্ডিজ বোর্ড তাঁর বোলিং অ্যাকশন নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবে।

নারাইনের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ ওঠায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের দুশ্চিন্তা বেড়ে গেল। স্পিনার নারাইনের মাঠ কাঁপানোয় অভিজ্ঞতার ঝুলি পরিপূর্ণ জেনেই এবারও তাঁকে দলে ধরে রেখেছিল কলকাতা। তবে ৭ এপ্রিল শুরু হতে যাওয়া আইপিএলের আসরে দলে তাঁর অংশগ্রহণ নিয়ে সংশয় সৃষ্টি হলো।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :মার্চ ১৬, ২০১৮ ৭:১৭ অপরাহ্ণ