স্পোর্টস ডেস্ক:
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ দল। বাঁচা মরার লড়াইয়ের ম্যাচে মুখোমুখি হচ্ছে শ্রীলংকা-বাংলাদেশ। আজকের ম্যাচে যারাই জিতবে ১৮ মার্চের ফাইনালে তারা ভারতের বিপক্ষে ট্রফির লড়াই করবে।
ত্রিদেশীয় সিরিজের স্বাগতিক দল শ্রীলংকানদের বিপক্ষে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের ফাইনালে খেলতে হলে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং এই তিন বিভাগে জ্বলে উঠতে হবে টাইগারদের।
শুক্রবার সন্ধ্যায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের খেলাটি শুরু হয়। শ্রীলংকার বিপক্ষে দলে ফিরেছেন সাকিব আল হাসান। বাদ পড়েছেন পেস বোলার আবু হায়দার রনি।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও নাজমুল ইসলাম অপু।
দৈনিক দেশজনতা /এন আর