২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:২৪

সাকিবের সঙ্গে একাদশে আরিফুল, বাদ সাব্বির-রনি!

স্পোর্টস ডেস্ক: 

নিদাহাস ট্রফির অঘোষিত সেমিফাইনালে আজ মাঠে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় সাড়ে ৭ টায় শুরু হবে ম্যাচটি। এদিকে এই ম্যাচে দলে ফিরেছেন দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও আরিফুল ইসলাম। আর দল থেকে বাদ পরেছেন সাব্বির রহমান ও আবু হায়দার রনি।

আজ শুক্রবার দুপুরে জাতীয় দলের টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানান, প্রথম একাদশ চূড়ান্ত হবে মাঠে গিয়ে উইকেট দেখার পর। তবে ১৩ জনের একটা সম্ভাব্য তালিকা তৈরি করেছি। তাতে ভারতের সঙ্গে খেলা ১১ জনের সবাই আছেন। নতুন করে যোগ হচ্ছেন সাকিব আর আরিফুল। এই ১৩ জনের যে কোন ১১ জন খেলবে।

এদিকে গুঞ্জন উঠেছে সাব্বিরের পরিবর্তে আরিফুল আর আবু হায়দার রনির পরিবর্তে সাকিব একাদশে জায়গা পাচ্ছেন। সে ক্ষেত্রে রুবেল হোসেন ও মোস্তাফিজের সঙ্গে আরিফুলকে তৃতীয় সিমার হিসেবে বিবেচনা করা হবে।

ওদিকে সাকিব আর বাঁ-হাতি অপু একই ক্যাটাগরির বোলার হওয়ায় ভাবা হচ্ছিল অপু ড্রপ করবেন। কিন্তু এ আসরে মিরাজের চেয়েও ভালো বল করেছেন বাঁ-হাতি নাজমুল অপু। গত ম্যাচে পেসার রুবেলের সঙ্গে ভারতীয় ব্যাটসম্যানদের রানের লাগাম টেনে ধরেছিলেন বাঁ-হাতি স্পিনার নাজমুল অপু। তাই তাকে বাদ দেয়ার আগে ভাবছে টিম ম্যানেজমেন্ট।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :মার্চ ১৬, ২০১৮ ৬:১২ অপরাহ্ণ