স্পোর্টস ডেস্ক:
আগামী জুন মাসে ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ক্রিকেট ম্যাচ আয়োজনের সুযোগ না থাকায় ভারতের মাটিকে ‘হোম ভেন্যু’ হিসেবে ব্যবহার করছে আফগান ক্রিকেট বোর্ড।
আফগানিস্তানের হোম সিরিজ হওয়ায় তারাই আসন্ন সিরিজের সূচি তৈরি করবে বলে বৃহস্পতিবার (১৫ মার্চ) জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
আফগানিস্তান দল বিশ্বকাপ বাছাইপর্ব খেলছে। সেটি শেষ হলেই দুই দেশের বোর্ডের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে সূচি ঠিক করা কবে। নিজামউদ্দিন জানান, আগামী জুনে হবে সিরিজটি। যাতে তিন ওয়ানডের সঙ্গে থাকতে পারে দুটি টি-টোয়েন্টি।
সিরিজের ম্যাচগুলো গড়াবে ভারতের নয়ডা ক্রিকেট স্টেডিয়ামে। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে উত্তরপ্রদেশের এই স্টেডিয়ামটি আফগানদের হোম ভেন্যু হিসেবে স্বীকৃতি পেয়েছে ২০১৬ সালে।
বিশ্ব ক্রিকেটের নতুন শক্তি হিসেবে উত্থান ঘটা আফগানিস্তানের বিপক্ষে মাত্র একটি দ্বি-পাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ। ২০১৬ সালের অক্টোবরে মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা।
দৈনিক দেশজনতা /এন আর