২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২২

এবার নিরাপত্তা উপদেষ্টাকে সরাচ্ছেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক:

পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বরখাস্তের পর এবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল এইচ আর ম্যাকমাস্টারকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরিয়ে দিচ্ছেন বলে খবর বেরিয়েছে।

একটি সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন বলেছে, খুব শিগগিরই এ ব্যাপারে ঘোষণা আসতে পারে।

সিএনএন বলছে, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় এ পরিবর্তনের ঘোষণা এখনো দেননি ট্রাম্প। তবে খুব দ্রুত ঘোষণা করতে পারেন তিনি। এমনকি আজকেও (শুক্রবার) সেই ঘোষণা আসতে পারে।

এদিকে, দেশটির আরেকটি সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ম্যাকমাস্টারকে সরানোর সিদ্ধান্ত ট্রাম্প নিয়েছেন ঠিকই। কিন্তু খুব শিগগিরই এই অপসারণের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না।

সংবাদমাধ্যমটি বলছে, ম্যাকমাস্টারকে হয়রানি না করে বরং শান্তিপূর্ণভাবে তার একজন যোগ্য উত্তরসূরী খোঁজার পরিকল্পনা রয়েছে ট্রাম্পের।

ওয়াশিংটন পোস্ট আরো জানায়, ম্যাকমাস্টারের পরিবর্তে এই পদে সম্ভাব্যদের তালিকায় রয়েছেন পাঁচজন। যাদের মধ্যে শোনা যাচ্ছে- জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি জন বোল্টন এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চিফ অব স্টাফ কেইথ কেলগ এর নাম।

তবে এমন খবর অস্বীকার করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডারস। তিনি এক টুইট বার্তায় ম্যাকমাস্টারের বদলি বা বহিষ্কারের বিষয়টি নাকচ করেছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবারই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রেক্স টিলারসনকে সরিয়ে মাইক পম্পেওকে নিয়োগ দেন ট্রাম্প। তখনই তিনি প্রশাসনের উচ্চপদগুলোতে ব্যাপক রদবদলের হুঁশিয়ারি দিয়েছিলেন।

টিলারসনকে বরখাস্তের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমার ইচ্ছামতো কেবিনেট এবং অন্যান্য বিষয়গুলো সাজানোর দ্বারপ্রান্তে রয়েছি আমরা।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :মার্চ ১৬, ২০১৮ ৪:৪৬ অপরাহ্ণ