১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৩
Set of gold bars isolated on white background

নারায়ণগঞ্জে চার স্বর্ণের বারসহ আটক ২

নারায়ণগঞ্জ প্রতিবেদক:

নারায়ণগঞ্জের আড়াইজার উপজেলায় চারটি স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ১ টার দিকে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের শান্তির বাজার এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক এ তথ্য জানান।

তিনি জানান, উদ্ধার হওয়া ৪শ’ ৬৬ গ্রামের চারটি স্বর্ণে বারের মূল্য ১৭ লাখ ৪০ হাজার টাকা।

গ্রেফতার দুইজন হলেন- উপজেলার নয়নাবাদ গ্রামের প্রয়াত আব্দুল আওয়ালের ছেলে মো. জহিরুল ইসলাম (২১) ও একই গ্রামের নান্নু মিয়ার ছেলে জোবায়ের আহম্মেদ (২২)।

ওসি এম এ হক বলেন, গোপন সংবাদে থানার এসআই তাহেরুল ইসলাম ফোর্স নিয়ে শান্তির বাজার এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার ও দুইজনকে গ্রেফতার করেন।

তিনি জানান, ওই ব্যক্তিরা সিন্ডিকেট করে বিদেশ থেকে চোরাচালানেরর মাধ্যমে স্বর্ণের বার এদেশে এনে বিক্রি করছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ১৬, ২০১৮ ৪:২৬ অপরাহ্ণ