১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৫

বিনা টিকিটে রেলভ্রমণ, ১৩২ যাত্রীর জরিমানা

লালমনিরহাট প্রতিবেদক:

লালমনিরহাটে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ১৩২ যাত্রীকে জরিমানা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত লালমনিরহাট রেলওয়ে স্টেশনে ৪ টি ট্রেনে এ অভিযান চলে।

লালমনিরহাটের রেলওয়ের সহকারী ট্রফিক সুপারিয়েন্টেন্ট সাজ্জাত হোসেন জানান, লালমনিরহাট রেলওয়ে স্টেশনে আন্তঃনগর লালমনি এক্কমিউটার ৬৫ ও ৭১ নম্বরসহ ৪ টি ট্রেনে বিশেষ টিকিট চেকিং অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, এ সময় বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ১৩২ যাত্রীর কাছ থেকে ১৩ হাজার ৪০টাকা জরিমানাসহ সমপরিমাণ ভাড়া আদায় করা হয়।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ১৬, ২০১৮ ৪:০৮ অপরাহ্ণ