১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৬

নতুন ফটোশুটে প্রিয়া প্রকাশ

বিনোদন ডেস্ক:

রণবীর সিংয়ের বিপরীতে ‘সিম্বা’য় অভিনয় করবেন তিনি। কিন্তু, বড় পর্দায় হাজির হওয়ার আগেই এবার ফটোশুট শুরু করলেন প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। কোচিনের একটি বিজ্ঞাপন সংস্থার হয়েই ফটোশুট করতে দেখা যাচ্ছে প্রিয়াকে। দক্ষিণী কন্যার সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায়। ফটোশুটের পর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেছেন প্রিয়া। আর সেখানেই উপচে পড়ছে তার ভক্ত এবং অনুরাগীদের বিভিন্ন ধরনের উক্তি।

এদিকে প্রিয়া প্রকাশের ভিডিও ভাইরাল হওয়ার পর পরই ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যায় তিনি অনেককেই ছাপিয়ে যান। এরপরই ইনস্টাগ্রামে এক একটি ছবি শেয়ার এবং পোস্টের জন্য ৮ লক্ষ টাকা করে প্রিয়া পারিশ্রমিক চাইছেন বলেও শোনা যায়। যদিও বিষয়টি নিয়ে প্রিয়া কোনও মন্তব্য করেননি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১৫, ২০১৮ ২:২২ অপরাহ্ণ