১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৯

প্লে-অফ অনিশ্চিত মুলতানের

স্পোর্টস ডেস্ক:

ইসলামাবাদের কাছে হেরে প্লে-অফ অনিশ্চিত হয়ে পড়েছে মুলতান সুলতানসের।পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মঙ্গলবারের খেলায় ইসলামাবাদ ইউনাইটেডের কাছে ৩৩ রানে হেরেছে দলটি। এদিন শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট ৪ উইকেটে ১৮৫ রান করে ইসলামাবাদ। জবাবে ১৫২ রান করে অল আউট হয়ে যায় মুলতান। ম্যাচসেরা হয়েছেন লুক রনচি।

এদিন টসে হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৪৬ রান তোলে ইসলামাবাদ। ওপেনার জেপি ডুমিনি ব্যক্তিগত ৬ রানে আউট হয়ে যান। তবে অন্য ওপেনার রনচির ৩৬ বলে ৫৮ রানের বিস্ফোরক ইনিংসে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় ইসলামাবাদ। রনচি ৩টি ছয় ও ৬টি চার মেরেছেন। এছাড়া অ্যালেক্স হেলস ৩৩ বলে ৪৬, হুসাইন তালাত ২১ বলে ৩৬ রান করেছেন। আর আসিফ আলি ১৩ বলে ১৭ ও ফাহিম আশরাফ ৬ বলে ১৩ রানে অপরাজিত থাকেন। মুলতানের হয়ে ২৬ রানে ২ উইকেট নিয়েছেন উমর গুল।

জবাবে ব্যাট করতে নেমে ৫০ রানেই ৫ উইকেট হারিয়ে বসে মুলতান। কাইরন পোলার্ড কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। ৪৭ বলে ৭৩ রানের একটি ঝড়ো ইনিংস খেলেছেন তিনি। মুলতানের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন সোহেইব মাকসুদ। ১৩ বলে ১৩ রান করেছেন তিনি। ইসলামাবাদের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন সামিত প্যাটেল, ফাহিম আশরাফ, আমাদ বাট ও শাদাব খান।

এ হারের ফলে ১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে মুলতান। প্লে অফের জন্য তাদের এখন তাকিয়ে থাকতে হবে পেশোয়ার জালমির পরবর্তী দুই ম্যাচের দিকে। টেবিলের পঞ্চম স্থানে থাকা পেশোয়ার যদি তাদের পরবর্তী দুই ম্যাচের একটিতে হারে তবেই প্লে-অফ নিশ্চিত হবে মুলতানের। অন্যদিকে দুই ম্যাচ হাতে রেখেই প্লে-অফ নিশ্চিত করেছে ইসলামাবাদ, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও করাচি কিংস।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১৪, ২০১৮ ১১:১২ পূর্বাহ্ণ