১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২২

সাশ্রয়ী দামের ফোনে বেজেললেস ডিসপ্লে

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

সাশ্রয়ী দামের একটি ফোন এনেছে অ্যালকাটেল। মডেল অ্যালকাটেল ওয়ান এক্স। এই ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে বেজেললেস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যানড্রয়েড গো অপারেটিং সিস্টেম চালিত।

অ্যালকাটেল ওয়ান এক্স সর্বপ্রথম প্রদর্শন করা হয় গত মাসে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে। এটি এখন বাজারে পাওয়া যাচ্ছে। ৫.৩ ইঞ্চির ডিসপ্লের এই ফোনটির ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। রেজুলেশন ৪৮০ x ৯৬০ পিক্সেল।

১ জিবি র‌্যামের এই ফোনটিতে ১৬ জিবি রম রয়েছে। স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেয়া যাবে। ফোনটি ভেতরে রয়েছে মিডিয়াটেক এমটি৬৭৩৯ চিপসেট।

১ জিবি র‌্যাম ছাড়াও ফোনটি ২ জিবি র‌্যাম ভার্সনেও পাওয়া যাবে।

উভয় ভার্সনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১৪, ২০১৮ ১১:১০ পূর্বাহ্ণ