২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:৩৮

রেকর্ড গোলে আফগানদের উড়িয়ে দিলো জিমিরা

স্পোর্টস ডেস্ক: 

এশিয়ান গেমস হকির বাছাইপর্বে পরপর তিন ম্যাচ জিতল বাংলাদেশ হকি বাহিনী। আফগানিস্তানের জালে গুনে গুনে ২৫ গোল দিয়েছেন জিমিরা। ‘এ’ পুলে নিজেদের আগের দুই ম্যাচের পর তৃতীয় ও শেষ ম্যাচে ২৫-০ গোলে জিতেছে বাংলাদেশ।

হকি বাহিনীর এই দারুণ হয়ে চারটি করে গোল করেছেন রোমান সরকার ও দ্বীন ইসলাম ইমন। এছাড়া মামুনুর রহমান চয়ন, রাসেল মাহমুদ জিমি, আশরাফুল ইসলাম ও আরশাদ হোসেনদের তিনটি গোলের পাশাপাশি নিজেদের নামের পাশে দুটি করে গোল লিখিয়েছেন হাসান জুবায়ের নিলয় ও ফরহাদ হোসেন সিটুল। একটি গোল করে নাইম উদ্দিনও অবদান রেখেছেন এই বড় জয়ে।

ওমানের কাবোস কমপ্লেক্সে মঙ্গলবার ম্যাচের প্রথম মিনিটেই গোল পায় বাংলাদেশ। আরশাদের ফিল্ড গোলে এগিয়ে যায় জিমিরা। প্রথম পর্বে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ও ইমনের ফিল্ড গোলে ৩-০ তে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় পর্বে ১০ গোল করলে আফগানিস্তান বড় হারের প্রহর গুনতে থাকে।

তৃতীয় পর্বে ব্যবধান আরও বাড়াতে থাকে বাংলাদেশ। চতুর্থ পর্বে যাওয়ার আগে ব্যবধান বাড়িয়ে ১৯-০ দাঁড় করায় মাহবুব হারুণের দল। শেষ পর্যন্ত আফগানিস্তানের জালে ২৫ গোল দিয়ে তবেই থামে বাংলাদেশ হকি বাহিনী। আগামী আগস্টে ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়াড হকি অনুষ্ঠিত হবে। বাছাইপর্বের সেরা পাঁচ দল এই এশিয়াডে খেলার সুযোগ পাবে।

এর আগে নিজেদের পুলে বাংলাদেশ থাইল্যান্ডকে ৫-০ ও হংকংকে ৫-১ ব্যবধানে হারায়। বাংলাদেশের বিপরীত অবস্থা আফগান হকি দলের। বাছাইপর্বের নিজেদের পুলে তিন ম্যাচই হেরেছে আফগানিস্তান। হজম করেছে ৬৭ গোল।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :মার্চ ১৩, ২০১৮ ৮:৩৯ অপরাহ্ণ