১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৩

ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর গাড়িবহরে বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনি প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহ গাজায় এক বিরল সফরে পৌঁছালে তার গাডিবহরে একটি বিস্ফোরনের ঘটনা ঘটেছে। কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ মার্চ) এই বিস্ফোরণে ৭ জন আহত হয়েছেন।

বিস্ফোরণে হামদাল্লাহ’র কোনো ক্ষতি হয়নি। তিনি সেখান থেকে চলে যাওয়ার কিছু সময় পরে হামাসের নিয়ন্ত্রিত অঞ্চলটিতে অভিযান চালানো হয় বলে নিরাপত্তা সূত্রে জানা যায়।

ফিলিস্তিনি গোয়েন্দা প্রধান মাজিদ ফারাজ হামলার সময় প্রধানমন্ত্রীর গাড়িবহরের সাথে ছিলেন এবং তিনিও অক্ষত আছেন বলে জানায় নিরাপত্তা সূত্রটি।

অপর একটি সূত্রে জানা যায়, বিস্ফোরণ হওয়ার সময় অজ্ঞাত বন্দুকধারীরা গুলিও চালায়। এরপর নিরাপত্তা কর্মীরা পুরো এলাকাটিকে ঘিরে ফেলে।

হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে এ বিস্ফোরণের জন্য ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সমর্থিত পশ্চিম তীরের রাজনৈতিক দল ফাতাহ গাজা উপত্যকার ক্ষমতাসীন দল হামাসকে দায়ী করেছে। এএফপি

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :মার্চ ১৩, ২০১৮ ৮:০৯ অপরাহ্ণ