২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:১৪

সিরাজগঞ্জে বিদ্যুৎ সংযোগে ঘুষ আদায়

নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ প্রকল্পটি ভেস্তে যেতে বসেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায়। বিদ্যুৎ সংযোগ দিতে এলাকায় চিহ্নিত গুটি কয়েক দালাল প্রতারণা করে গ্রাহকের নিকট থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এই ঘটনায় ওই উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের রওশন আলীর ছেলে দালাল সাব্বির আহমেদের বিরুদ্ধে ঘুষ আদায়ের অভিযোগে সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীরা।

উপজেলার তালম ইউনিয়নের তালম গ্রামের মিজানুর রহমান লিখিত অভিযোগে জানান, বিনসাড়া গ্রামের দালাল সাব্বির আহমেদ তাকে নতুন বিদ্যুৎ সংযোগ পাইয়ে দেয়ার কথা বলে ১০হাজার টাকা দাবি করে। পরে দাবিকৃত টাকা দেয়ার পর সে আর সংযোগ দেয়ার বিষয়ে কোন কাজ না করে টালবাহানা শুরু করে। এরপর জানতে পারি বিদ্যুৎ সংযোগ নিতে কোন টাকা লাগে না, সরকার বিনামূল্যে সংযোগ দেয়। জানার পর ওই দালালের কাছে টাকা ফেরত চাইলে সে আমাকে নানা ধরনের হুমকি প্রদান করে। তাছাড়া সে বিদ্যুৎ অফিসের লোকজনের যোগসাজসে এলাকায় লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।

এ ব্যাপারে অভিযুক্ত সাব্বির আহমেদ বলেন, টাকা নেয়া হয়েছে ঠিক। কিন্ত কাদের হোসেন নামে একজন টাকাটা নেয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে।

উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. কামরুজ্জামান জানান, ঘুষ আদায়ের বিষয়ে অফিসের কেউ জড়িত নয়। তবে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

 

প্রকাশ :মার্চ ১৩, ২০১৮ ৩:১৬ অপরাহ্ণ