নিজস্ব প্রতিবেদক :
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন চেম্বার বিচারপতির আদালত।
মঙ্গলবার সকালে জামিন স্থগিত চেয়ে দুদকের আবেদনের এক ঘণ্টার ব্যবধানে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় পৃথক আবেদন করেন।
দুটি আবেদনই দুপুরে চেম্বার বিচারপতির আদালতে উপস্থাপন করা হয় । আদালত বেগম খালেদা জিয়াকে হাইকোর্টে দেওয়া জামিন বহাল রেখে এবং আগামীকাল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানীর জন্য দিন ধার্য করেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে গতকাল সোমবার চার মাসের অর্ন্তর্বতীকালীন জামিন দেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ জামিনের এই আদেশ দেন।
দৈনিক দেশজনতা/এন এইচ