১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১২

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা জাবি

নিজস্ব প্রতিবেদক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের রোববার (২৮ মে) সকাল ১০টার মধ্যে হল ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়ে শনিবার (২৭ মে) দিবাগত রাতে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাসের ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় অবরোধের ওপর পুলিশের টিয়ারশেল, লাটিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। শনিবার সন্ধ্যায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের (ভিসি) বাসায় ভাঙচুর করে। এ ঘটনায় আন্দোলনকারী ৪২ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসী মামলা দায়ের করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে আন্দোলনরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে এক সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরো ৯ জন। শুক্রবার (২৬ মে) ভোর ৫টায় ঢাকা-আরিচা মহাসড়কের সিএমবি এলাকায় সড়ক দুর্ঘটনায় মার্কেটিং বিভাগের নাজমুল হাসান রানা ও মাইক্রোবায়োলজি বিভাগের আরাফাত নিহত হন। সাভারের কলমায় অবস্থিত মার্কাস মসজিদ থেকে তাবলীগ জামাত শেষ করে অটোরিকশাযোগে ক্যাম্পাসে ফিরছিলেন ওই দুই শিক্ষার্থী।
দৈনিক দেশজনতা/ এমএইচ

প্রকাশ :মে ২৮, ২০১৭ ১১:৩৩ পূর্বাহ্ণ