১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৪৩

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা ও সংঘর্ষে ৫৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের দু’টি স্থানে আলাদা আত্মঘাতী বোমা হামলা ও সংঘর্ষে অন্তত ৫৪ ব্যক্তি নিহত ও অর্ধ-শতাধিক লোক আহত হয়েছে। দেশটির খোস্ত প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ১৮ জন নিহত ও ছয়জন আহত হয়। এ ছাড়া, বাগদিস প্রদেশে নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গিদের হামলার ফলে সৃষ্ট সংঘর্ষে ৩৬ জন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে।

আফগান কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় খোস্ত প্রদেশের একটি সামরিক ঘাঁটির নিকটবর্তী একটি বাস স্টেশনের কাছে শনিবার একটি শক্তিশালী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে।  পুলিশের একটি গাড়ির বহর লক্ষ্য করে হামলাটি চালানো হয় বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে তোলো নিউজ। ওই হামলায় অন্তত ১৮ জন নিহত ও ছয়জন আহত হয়। আহতদের মধ্যে দু’টি শিশু রয়েছে বলে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ জানান।    এলাকাটি তালেবানের সঙ্গে সংশ্লিষ্ট হক্কানি নেটওয়ার্ক প্রভাবিত হলেও এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

এদিকে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদগিস প্রদেশের কাদিস এলাকায় জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালালে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।  এ সংঘর্ষে অন্তত ৩৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন প্রদেশিক  গভর্নরের মুখপাত্র জহির বাহান্দ জানিয়েছেন।
নিহতদের মধ্যে ৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, ৮ জন বেসামরিক নাগরিক এবং ২২ জন জঙ্গি। কারা এ হামলা চালিয়েছে তা বাহান্দ জানাতে পারেননি। তবে ওই এলাকায় উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএস ও তালেবানের ব্যাপক প্রভাব রয়েছে।
এই দুই হামলার আগের দিন শুক্রবার আফগানিস্তানের হেরাত প্রদেশের আদরাসকান জেলায় রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে ১০ বেসামরিক ব্যক্তি নিহত হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ২৮, ২০১৭ ১১:৩৬ পূর্বাহ্ণ