আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের মধ্যপ্রদেশের কাটনি শহরের ৭০ বছর বয়সী নারী ফুলবতী সারা জীবনের সঞ্চয় ৪০ লাখ রুপি দান করে দিয়েছেন গোশালা (গরুর বসবাসের স্থান) তৈরি ও দাতব্য অন্যান্য প্রতিষ্ঠান নির্মাণে। শ্রীকৃষ্ণের সম্মানে এই ধর্মশালা নির্মাণের ইচ্ছে ফুলবতীর। বর্তমানে তিনি উত্তরপ্রদেশের বারসানা শহরে গরুর জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণে অর্থ সংগ্রহের পরিকল্পনা করছেন।
ফুলবতী বলেন, কৃষ্ণকে খুশি করার উত্তম উপায় হলো গরুর জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ করা। সে কারণেই আমি এটা নির্মাণ করতে চাই। আমার সম্পর্ক শুধুমাত্র কৃষ্ণের সঙ্গে। তিনি ছাড়া আমার কেউ নেই। তাই আমার যা কিছু ছিল, সব সেবায় উৎসর্গ করেছি।’
জানা যায়, মধ্যপ্রদেশে স্বামী ও মেয়ের মৃত্যুর পাঁচ বছর পর ১৯৮২ সালে ফুলবতী উত্তরপ্রদেশের মথুরায় যান। সেখানকার বাংকে বিহারি মন্দিরের দুই নম্বর ফটকের সামনে আগত দর্শনার্থীদের জুতা দেখাশোনা করেছেন তিনি। সেখানে দর্শনার্থীদের কাছ থেকে এক দশক ধরে অর্থ সঞ্চয় করছেন বিধবা এই নারী। সঞ্চিত অর্থ ও জমি বিক্রির কিছু অর্থ মিলে মোট ৪০ লাখ রুপি জমান তিনি। সেই অর্থ দিয়ে তিনি বৃন্দাবনে একটি গোশালা ও একটি ধর্মশালা নির্মাণ করতে চান।
দৈনিক দেশজনতা/এন এইচ