১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১২

তামিলনাড়ুতে দাবানলে ৫ পর্বতারোহীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে দাবানলে অন্তত পাঁচ কলেজ ছাত্র মারা গেছে। সোমবার দেশটির পুলিশ একথা জানায়। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
রবিবার ৪০ জনের একটি দল কুরঙ্গিণী পাহাড়ে উঠার সময় এই ঘটনা ঘটে। পর্বতারোহীদের অধিকাংশই কলেজ ছাত্র। পাহাড়টি রাজ্যের রাজধানী চেন্নাই থেকে প্রায় ৫৪০ কিলোমিটার দূরে অবস্থিত।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছে, ‘রবিবার রাতে ঘটনাস্থলে ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার পাঠানো হয়েছে। ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। এসময়ে পাঁচ ছাত্রের পুড়ে যাওয়া লাশও উদ্ধার করা হয়।’ সিনহুয়া।

দৈনিকদেশজনতা/ এন আর

 

 

প্রকাশ :মার্চ ১২, ২০১৮ ৯:৪২ অপরাহ্ণ