মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক :
বিএনপির জ্যেষ্ঠ যুগ্মমহাসচির রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, রিমান্ডের নামে পুলিশ অমানুসিক নির্যাতন চালিয়ে ছাত্রদল নেতা জাকির হোসেন মিলনকে হত্যা করেছে।
রিজভী বলেন, ক্ষমতালোভী সরকার ক্ষমতায় টিকে থাকা নিশ্চিত করতে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে নির্যাতন চালিয়ে নানাভাবে হত্যা করার পাশাপাশি রিমান্ডের নামে নির্যাতন করে হত্যার আরেকটি নতুন খাতা খুললো।
গতকাল সোমবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ হেফাজতে ছাত্রদল নেতা মৃত্যুর প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবীর খোকন, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব।
রিজভী বলেন, সরকার বিচারবর্হিভূত হত্যা-গুম করে নদীর ধারে, নালার ধারে, খালের ধারে মেরে ফেলা দেয়া হচ্ছে। সরকার আরেকটি নতুন অধ্যায়, নতুন খাতা খুলল সেটা হল রিমান্ডের নামে হত্যা।
রিজভী বলেন, সরকার টার্গেট করে পাশবিক নির্যাতনের মাধ্যমে প্রতিবাদী তরুণ সমাজকে ক্ষতবিক্ষত করে নিজেদের ক্ষমতায় ঠিকে থাকার অপচেষ্টা করছে। এ জন্যই সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে মৃত্যুর পরোয়ানার হুকুম দিয়ে মাঠে নামিয়েছে। বেছে বেছে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের তরুণ নেতাদের গ্রেফতার করে রিমান্ডের নামে নির্যাতন চালানো হচ্ছে, তরুণ নেতাদের মেরে ফেলা হচ্ছে।
তিনি বলেন, বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের এভাবে টার্গেট করে হত্যা, নির্যাতন ও নিপীড়নে মেতে উঠেছে সরকার।
তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রেস ক্লাবের অনুষ্ঠিত মানববন্ধন থেকে ফেরার পথে গত ৬ মার্চ পুলিশ গ্রেফতার করে। পরদিন ৭ মার্চ রমনা থানা পুলিশ তাকে রিমান্ডে নেয়। রিমান্ডের নামে জাকিরের ওপর বর্বরচিত নিষ্ঠুর নির্যাতন চালানোর পর আবার তাকে ডিবি কার্যালয়ে রিমান্ডে নেয়া হয়। এভাবে টানা তিনদিন রিমান্ডে রেখে জাকিরকে পাশবিক নির্যাতন চালানোর পর মৃতপ্রায় অবস্থায় গতকাল(পরশু) তাকে কারাগারে পাঠানো হয়। মূমূর্ষ অবস্থায় বিনা চিকিৎসায় আজ(গতকাল) ভোরে মিলনের মর্মান্তিক ও হৃদয় বিদারক মৃত্যু হয়।
প্রসঙ্গত, নিহত জাকির ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসভাপতি এবং তেজগাঁও থানার ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। গত ৬ মার্চ পুলিশ তাকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গ্রেফতার করে।
দৈনিকদেশজনতা/ এন আর