নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে জান্টু (৩১), কুদ্দুস আলীর ছেলে সাহেদুল ইসলাম (৩০) ও আবদুর রহমানের ছেলে ইয়াসিন আলী (২৯)। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান আসামিদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন।
অতিরিক্ত প্রসিকিউটর অ্যাডভোকেট আঞ্জুমান আরা জানান, ২০১৩ সালের ৩ আগস্ট শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা গ্রামে অভিযান চালিয়ে ৮৫ বোতল ফেন্সিডিলসহ সাহেদুল, জান্টু ও ইয়াসিনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লুৎফর রহমান ২০১৫ সালের ২৫ অক্টোবর ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলারর স্বাক্ষ্যগ্রহণ ও যুক্ততর্ক শেষে আজ দুপুর ১২ টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ জিয়াউর রহমান অভিযুক্ত তিন জনকে যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন। এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দৈনিকদেশজনতা/ এন আর