১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৭

টস জিতে ফিল্ডিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক:

নিদাহাস ট্রফির তৃতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত । কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ৯টায়।

প্রথম ম্যাচে লঙ্কানদের কাছে হেরেছে ভারত। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে জয় পায় ভারত। তৃতীয় ম্যাচে এসে অবিশ্বাস রান তাড়া করে লঙ্কানদের হারিয়ে দেয় বাংলাদেশ। তবে নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি২০ সিরিজের ফিরতি পর্বে লঙ্কানদের হারিয়ে আজই ফাইনাল নিশ্চিত করতে চায় ভারত।

তবে ফাইনালে কোন দুটি দল খেলবে তা নিশ্চিত হবে ফিরতি রাউন্ডেই। যার প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা। এই ম্যাচের পর অনেকটাই স্পষ্ট হয়ে যাবে ফাইনালের রাস্তা। তিন দলেরই সমান পয়েন্ট। তাহলে বাদ পড়বে কে? রানরেটের বিচারে কিন্তু সবচেয়ে ভালো জায়গায় রয়েছে শ্রীলঙ্কা। শনিবার বাংলাদেশের কাছে তারা হারলেও ছয় উইকেটে ২১৪ রান তুলেছিল। সে সুবাদে তাদের রানরেট এখন +০.২৯৭। ভারতের রানরেট সেখানে -০.০৩৫। আর তিন নম্বরে থাকা বাংলাদেশের রান রেট -০.২৩১।

শ্রীলঙ্কা যদি আজ ভারতকে আবার হারায়, ফাইনালের দিকে অনেকটাই এগিয়ে যাবে তারা। তবে বুধবারের বাংলাদেশের বিপক্ষে ম্যাচও জিততে হবে ভারতকে। তারপরও অঙ্ক থাকবে। রানরেটের ব্যাপার থাকবে। এসব অঙ্কে স্বাভাবিকভাবেই চায় না রোহিত শর্মারা।

জয় পেতে টিম ইন্ডিয়া অনেকটাই নির্ভর করছে শিখর ধাওয়ানের ওপর। অসাধারণ ফর্মে রয়েছেন তিনি। প্রথম ম্যাচে করেছেন ৪৯ বলে ৯০ রান। দ্বিতীয় ম্যাচে ৪৩ বলে ৫৫। কিন্তু ওপেনিংয়ে তার সঙ্গী অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে এখনও বড় রান নেই। প্রথম ম্যাচে রোহিত রানের খাতাই খুলতে পারেননি। পরের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ১৭। শুধু এই দুটো ম্যাচেই নয়। তার আগের তিন টি-টোয়েন্টি ম্যাচে রোহিতের রান ১১, ০, ২১। যা মোটেই রোহিতসুলভ নয়। এই ম্যাচে তার ব্যাটে বড় রানের আশা করছে ভারতীয় দল। যে কোনও সময়েই তার ব্যাটে ঝড় উঠতে পারে। আজই হয়তো সেই দিন।

শ্রীলঙ্কা একাদশ : উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিস, দিনেশ চান্দিমাল (অধিনায়ক, উইকেটরক্ষক), কুসল পেরেরা, দাসুন শানাকা, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, জীবন মেন্ডিস, দুশমান্থ চামিরা, নুয়ান প্রদীপ।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, সুরেশ রায়না, মনিশ পান্ডে, রিশাব পান্ত, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, বিজয় শঙ্কর, শারদুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, জয়দেব উনাদকাত।

দৈনিকদেশজনতা/ এন আর

 

প্রকাশ :মার্চ ১২, ২০১৮ ৯:০৫ অপরাহ্ণ