১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৪

ফের আচরণবিধি ভেঙে শাস্তির মুখে রাবাদা!

স্পোর্টস ডেস্ক:
আচরণবিধি ভঙ্গের দায়ে ফের অভিযুক্ত হলেন ইতোমধ্যেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচে নিষিদ্ধ হওয়া দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। এক ম্যাচে দ্বিতীয় বারের মত মাঠে আচরণবিধি ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হলেন এই প্রোটিয়া পেসার।
সোমবার সকালে এ ফাস্ট বোলারের বিরুদ্ধে লেভেল ওয়ান ক্যাটাগরির অভিযোগ এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেন্ট জর্জ পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে আউট হয়ে যাওয়া অসি ওপেনার ডেভিড ওয়ার্নারের সঙ্গে গুরুতর অশোভন আচরণ করেছেন। এর আগে প্রথম দিনে স্টিভ স্মিথের সঙ্গে অসাদাচরনের অভিযোগ আনা হয়েছিল রাবাদার বিরুদ্ধে।
আইসিসির এক টুইট বার্তায় বলা হয়, ‘রাবাদার বিরুদ্ধে নতুন করে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনার প্রক্রিয়া চলছে। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের (সিএসএ) একজন মুখপাত্র অবশ্য নিশ্চিত করেছে যে এ বিষয়ে এখনো কোন আলোচনা হয়নি। গত রোববার বিকেলে রাবাদাকে কেন নিষিদ্ধ করা হবেনা সে বিষয়ে আনীত অভিযোগের ব্যাখা দিতে ম্যাচ রেফারি জেফ ক্রোর মুখোমুখি হয়েছিলেন ওই প্রোটিয়া ক্রিকেটার। প্রথম দিনের ম্যাচের স্টিভ স্মিথকে ঘাড় দিয়ে ধাক্কা দিয়েছিলেন রাবাদা। ওই ঘটনায় লেভেল ২ এর অভিযোগ আনা হয়েছিল স্বাগতিক এ পেসারের বিরুদ্ধে। যার শাস্তি হিসেবে তাকে ভোগ করতে হবে তিন বা চারটি ডি মেরিট পয়েন্ট।সোমবার সফরকারি অসি দলের আরেকজন খেলোয়াড়ের সঙ্গে শারিরিক সংঘর্ষের ঘটনায় রাবাদা অপরাধী কিনা সে বিষয়ে সিদ্ধান্ত দেবেন ক্রো।

দৈনিকদেশজনতা/ এন আর

 

প্রকাশ :মার্চ ১২, ২০১৮ ৯:৪৬ অপরাহ্ণ