১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৭

অনেক যন্ত্রণা নিয়ে গেছেন শ্রীদেবী

বিনোদন ডেস্ক:

শ্রীদেবীর মৃত্যু সম্পর্কে চমকপ্রদ তথ্য দিলেন তার মামা বেণুগোপাল রেড্ডি। তার বক্তব্য, স্বামী বনি কাপুরের আর্থিক অবস্থার অবনতি হওয়ায় মনকষ্টে ভুগছিলেন ভারতের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবী। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের এবিপি আনন্দ পত্রিকা। বেণুগোপাল বলেন, ‘বাইরে থেকে দেখলে শ্রীদেবীকে সুখী বলে মনে হত। কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু সহ্য করতে হতো তাকে।’

এক সংবাদ চ্যানেলে সদ্যপ্রয়াত অভিনেত্রীর মামা বলেন, ‘কিছু ছবিতে টাকা বিনিয়োগ করে লোকসানে পড়েন বনি। সেই ক্ষতিপূরণ করতে তাদের শ্রীদেবীর সম্পত্তি বিক্রি করতে হয়। সেই কষ্ট শ্রীদেবী ভুলতে পারেননি। তিনি শান্তিতে ছিলেন না, যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেই যন্ত্রণা বুকে করেই প্রাণ গেছে তার। কিন্তু বাইরের জগতের সামনে হাসিমুখে থাকতেন তিনি।’

বেণুগোপাল আরও বলেন, ‘বনি একটি ছবি প্রযোজনা করেন, যেটি মুক্তি পায়নি। তখন থেকেই তাদের আর্থিক সমস্যা শুরু হয়। স্বামীর ধার মেটাতে নিজের সম্পত্তি বিক্রি করে দেন শ্রীদেবী। মূলত এই আর্থিক কারণেই তিনি আবার ফিরে আসেন ছবির জগতে।’ গত মাসের শেষে দুবাইতে আচমকা প্রয়াত হন শ্রীদেবী। শনিবার চেন্নাইতে হয় তার প্রার্থনা সভা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১২, ২০১৮ ১:৪২ অপরাহ্ণ