১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৪

৬ অতিরিক্ত ও ১৬ যুগ্ম সচিব বদলি

নিজস্ব প্রতিবেদক:

প্রশাসনে ৬ অতিরিক্ত ও ১৬ যুগ্ম সচিব পদে রদবদল আনা হয়েছে। রবিবার (১১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের পরিচালক সীমা সাহাকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রওনক মাহমুদকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক করা হয়েছে।

বিসিকের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. ইফতেখারুল ইসলাম খানকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও মোহা. রেজাউল করিমকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।

ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতিরিক্ত সচিব উৎপল কুমার দাসকে দুর্যোগ বস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সংযুক্তি ও রফতানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোস্তাক হাসানকে স্বাস্থ্যসেবা বিভাগে অতিরিক্ত সচিব করা হয়েছে।

এ ছাড়া দুটি আদেশে ১৬ জন যুগ্ম সচিবের দফতর বদল করা হয়েছে

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ১১, ২০১৮ ৮:৫২ অপরাহ্ণ