১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩২

পরিচালককে পরীমনির ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বিনোদন ডেস্ক:

চিত্রনির্মাতাকে পাওনা টাকা চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তবে ওই নির্মাতার নাম প্রকাশ করেননি ঢাকাই চলচ্চিত্রের এ নায়িকা।

পরীমনি সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে শনিবার দিবাগত রাতে এসব জানান। পরীমনি নিজের ফেসবুকে লিখেছেন, ‘২৪ ঘণ্টা সময় এর মধ্যে আমার পাওনা টাকা নিজ দায়িত্বে দিয়ে যাবেন সম্মানিত ডিরেক্টর সাহেব। নামটা ২৪ ঘণ্টা পর লিখবও। যদি এর মধ্যে আমি টাকা না পাই।’

 পরীমনি জানান, পাওনা টাকার জন্য দুই বছর ধরে ঘুরছেন। কিন্তু এর মধ্যে ওই পরিচালক টাকা পরিশোধ করছেন না। ওটা কোনো পেমেন্ট ছিল না। নগদ টাকা ধার নিয়েছিলেন ওই পরিচালক। তিনি বলেন, ‘ভুলে গেছেন, ওটা পেমেন্ট ছিল না, ধার নিয়েছিলেন সাহেব। এবার বুঝবেন মুনাফেকগিরি কি জিনিস!’

সম্প্রতি বিএফডিসির ৭ নম্বর ফ্লোরে আনুষ্ঠানিকভাবে নিজের প্রযোজনা সংস্থার নাম ও কর্মপরিধির কথা জানান পরীমনি। এ সময় সবাইকে চমকে দিয়ে পরী প্রযোজিত প্রথম সিনেমা সম্প্রতি নামও ঘোষণা করেন এ নায়িকা। ‘ক্ষত’ নামে এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করবেন পরীমনি ও জায়েদ খান।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :মার্চ ১১, ২০১৮ ৮:৫৭ অপরাহ্ণ