১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৭

ধর্ম অবমাননায় তোপের মুখে ফারিয়া

নিজস্ব প্রতিবেদক:

গতকাল শুক্রবার প্রকাশ পেয়েছে জিৎ-নুসরাত ফারিয়া অভিনীত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘বস- টু’র একটি গান। গানটির শিরোনাম ‘আল্লাহ মেহেরবান’। গানটি মুক্তির ২৪ ঘন্টা আগেই সমোলোচনার ঝড় তোলে নেট দুনিয়ায়। গত বৃহস্পতিবার ফেসবুকে এটি মুক্তির আগাম খবর জানালো প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। যেখানে গানের শিরোনামের সঙ্গে নুসরাত ফারিয়ার বেশ খোলামেলা একটি ছবি সংযুক্ত ছিল। নেট দুনিয়ায় বিষয়টি নিয়ে খটকা আর সমালোচনা শুরু তখন থেকেই।

সমালোচনার সেই আগুনে ঘি পড়েছে গানটির ভিডিও প্রকাশের পর থেকে। যেখানে গানের শিরোনাম, কথা অথবা ভাবধারার সঙ্গে ফারিয়ার খোলামেলা উপস্থিতি দারুণ সাংঘর্ষিক বলেই মনে করছেন বেশিরভাগ সিনেমাপ্রেমী ও সমালোচক।

গানটিতে বাংলাদেশের মেয়ে নুসরাত ফারিয়ার এমন খোলামেলা উপস্থিতি কতটা প্রাসঙ্গিক আর কতটা উদ্দেশ্যমূলক- সেটি নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে প্রচুর।

দৈনিক দেশজনতা/ এমএম

 

প্রকাশ :মে ২৭, ২০১৭ ৬:৩৩ অপরাহ্ণ