৮ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৯:৪২

পাকিস্তানকে ৩৪২ টার্গেট দিল বাংলাদেশ

অনলাইন ডেস্ক:

বার্মিংহ্যামে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে বিশাল চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ করেছে ৯ উইকেটে ৩৪১ রান।
তামিম ইকবালের সেঞ্চুরি এবং ইমরুল কায়েস (৬১), মুশফিকুর রহীম (৪৬), মাহমুদল্লাহরা (২৯) দলকে এই অবস্থায় নিয়ে যান।
তামিম ৯৩ বলে ১০২ রান করে আউট হন। সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা তামিম আজ শুরুতে একটু ধরে খেললেও পরে পুষিয়ে দেন ঝড়ো গতিতে ব্যাট চালিয়ে।
পাকিস্তানের পক্ষে জুনায়েদ খান ৫টি, হাসান আলী এবং শাদাব খান ২টি করে উইকেট পান।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগ দিয়ে হচ্ছে এই ওয়ার্ম আপ ম্যাচ।

দৈনিক দেশজনতা/ এমএম

প্রকাশ :মে ২৭, ২০১৭ ৭:৩১ অপরাহ্ণ