১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৯

এবার নায়িকা আঁখি

বিনোদন ডেস্ক:

কণ্ঠশিল্পী হিসেবেই তারকা খ্যাতি আঁখি আলমগীরের। কিন্তু মিডিয়াতে ক্যারিয়ারের শুরু থেকেই গায়িকা হওয়া থেকে নায়িকা হওয়ার ডাক বেশি পেয়েছেন। তবে সেটা কিন্তু অযথাই না। গ্লামারাস এই শিল্পীর, শিশু শিল্পী হিসেবে জাতীয় পুরস্কারও পেয়েছেন। জনপ্রিয় নায়ক আলমগীরের কন্যা হিসেবে অবশ্য সেটা বেশ সামান্য।

তবে সব প্রস্তাবের ঊর্ধে গিয়ে মুচকি হেসে নিজেকে আটকে রেখেছেন গানের পাড়ায়। এদিকে নতুন খবর হলো কোটি ভক্তের হৃদয় হরণকারী এ গায়িকা আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন।

তরুণ মুন্সীর কথা ও সুরে ‘টিপ টিপ বৃষ্টিতে ঝিরি ঝিরি হাওয়ায় মন শুধু তোমাকে চায়’ শিরোনামের গানের মিউজিক ভিডিওর ধারণ কাজ সম্পন্ন হলো ৭ মার্চ পুবাইলে। ভাস্কর জনির নির্দেশনায় এ গানের চিত্রায়ণে আঁখি আর আসিফকে দেখা যাবে রোমান্টিক জুটি হিসেবে। আঁখি বলেন, এমন রোমান্টিক কাজ আমি আগে করিনি। একটি গানের দৃশ্যায়নে আমাকে আর আসিফ ভাইকে যেভাবে উপস্থাপন করা হলো তাতে নায়ক-নায়িকা হিসেবে নিজেদের ক্ষণিকের জন্য হলেও মন সায় দিয়েছে।

ডিএমএসের ব্যানারে জলদি নতুন এ গানটি মুক্তি পাবে বলে জানা যায়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১১, ২০১৮ ২:২৪ অপরাহ্ণ