১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৯

মৌমাছির আইটেম গান

বিনোদন ডেস্ক:

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা তানহা মৌমাছি। ইতিমধ্যেই তার ‘যে গল্পে ভালোবাসা নেই’ ও ‘অনেক দামে কেনা’ সিনেমা দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এবার তিনি প্রথমবারের মতো একটি সিনেমার আইটেম গানে নাচছেন। শাকিব খান অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’সিনেমায় তাকে আইটেম গানে নাচতে দেখা যাবে।

উত্তম আকাশ পরিচালিত এ সিনেমার আইটেম গানের দৃশ্যায়ন বিএফডিসির ৪ নং ফ্লোরে করা হচ্ছে। ‘নামলে আমি পথে লেগে যায় জ্যাম’ এমন একটি গানে নাচছেন মৌমাছি। গানটির কথা লিখেছেন সুদিপ কুমার দীপ। কণ্ঠ দিয়েছেন ঐশী। গানটির নৃত্য পরিচালনা করছেন আজিজ রেজা। শাপলা মাল্টিমিডিয়া প্রযোজিত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। শাকিব-বুবলী ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ, বদ্দা মিঠু প্রমুখ। বদ্দা মিঠুকে আইটেম গানেও নাচতে দেখা যাবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১১, ২০১৮ ১২:৫৭ অপরাহ্ণ