৯ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১০:৪০

মুক্তি পাচ্ছে নিপূণ-পুষ্পিতার ‘ধূসর কুয়াশা’

বিনোদন ডেস্ক:

চলচ্চিত্র নির্মাতা উত্তম আকাশ নির্মাণ করেছেন ‘ধূসর কুয়াশা’। এ সিনেমায় চিত্রনায়িকা নিপূণ ও পুষ্পিতা পপির বিপরীতে অভিনয় করেছেন নবাগত মুন্না। সিনেমাটি আগামী ১৬ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে রাইজিংবিডিকে জানান নির্মাতা উত্তম আকাশ।

এর আগে গত বছরের ২ আগস্ট সেন্সর বোর্ডে সিনেমাটি প্রদর্শিত হয়। পুলিশকে বিভিন্নভাবে হেয় করা হয়েছে বলে সেন্সর বোর্ড সিনেমাটির সেন্সর আটকে দেয়। এরপর কিছু দৃশ্যের কর্তন সাপেক্ষে সিনেমাটির ছাড়পত্র প্রদান করা হয়।গত বছর ১৬ মার্চ থেকে আফতাব নগরে সিনেমাটির শুটিং শুরু হয়।এরপর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একটানা  দৃশ্যায়ন হয়। সিনেমাটিতে মোট পাঁচটি গান রয়েছে।এর মধ্যে একটি আইটেম গান।

নিপূণের পরবর্তী সিনেমা ‘লাভ ২০১৬’। জি সরকার পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন শাকিব খান। তবে সিনেমাটির শুটিং আপাতত বন্ধ রয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১১, ২০১৮ ১২:১৬ অপরাহ্ণ