১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৩

সমুদ্রতীরে আমি কী পরে থাকব: রাধিকা

বিনোদন ডেস্ক:

অভিনেত্রী রাধিকা আপ্তে। সিনেমার চেয়ে ব্যক্তিগত কারণে বেশি খবরের শিরোনামে থাকেন। তাকে ঘিরে প্রায়ই নতুন নতুন বিতর্ক তৈরি হয়। কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের পর্যটন নগরী গোয়ার সমুদ্র সৈকতে বিকিনি পরা একটি ছবি পোস্ট করে বিদ্রূপের মুখে পড়েন এ অভিনেত্রী। শুরু হয় সমালোচনা।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন রাধিকা। এ সময় বিষয়টি নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি উল্টো জানতে চান, ‘সমুদ্রতীরে আমি কী পরে থাকব? সত্যি বলতে, কেউ বিষয়টি না বলা পর্যন্ত আমি জানতাম না আমাকে নিয়ে বিদ্রূপ করা হয়েছে। এটা অদ্ভুত! সবার কী আশা ছিল, আমি সমুদ্রতীরে শাড়ি পরে থাকব? আমি তাদের চিনি না, সুতরাং তাদের সঙ্গে আমার কোনো লেনাদেনা নেই।’

গত ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছে রাধিকা অভিনীত সিনেমা ‘প্যাডম্যান’। তার সঙ্গে অভিনয় করেছেন অক্ষয় কুমার। এই সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। সিনেমাটির রিভিউ নিয়ে রাধিকা বলেন, ‘আমি সবগুলো রিভিউ পড়িনি, তবে জানি সবাই এটি পছন্দ করেছেন। এটি ভালো কনটেন্ট ও দর্শক চাহিদার খুবই ভালো একটি মিশ্রণ। যদিও আমি গ্রাম্য নারীর চরিত্রে অভিনয় করেছি, কিন্তু চরিত্রটির মধ্যে ভিন্নতা রয়েছে

প্রকাশ :মার্চ ১১, ২০১৮ ১১:৪০ পূর্বাহ্ণ