২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৪৮

আসন্ন বাজেটে উৎসে কর প্রত্যাহার চায় বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক:

তৈরি পোশাক রপ্তানির ওপর থেকে আগামী দুই বছরের জন্য উৎসে কর সম্পূর্ণভাবে প্রত্যাহার চায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক সমিতি (বিজিএমইএ)। শনিবার বিজিএমইএ’র সভাকক্ষে পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি ও আসন্ন বাজেট (২০১৭-১৮) শীর্ষক এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি তুলে ধরেন সভাপতি মো. সিদ্দিকুর রহমান।

তিনি বলেন, স্থানীয় ও আন্তর্জাতিক নানা প্রতিকূলতা মোকাবেলা করে বাংলাদেশের পোশাক শিল্পকে এগিয়ে যেতে হচ্ছে। ইউরোর দরপতন, ব্রেক্সিট এবং গ্যাস সংকটসহ নানাকারণে আমাদের উৎপাদন ব্যয় বেড়েছে ১৮ শতাংশ। কোনোভাবে দুই বছর নিজেদের টিকিয়ে রাখতে পারলে আমরা ঘুরে দাঁড়াতে সক্ষম হবো। এজন্য আগামী দুই বছরের জন্য উৎসে কর শতভাগ প্রত্যাহার করা জরুরি।

এছাড়াও এই শিল্পকে বর্তমানের সংকট থেকে বেরিয়ে আসতে করপোরেট ট্যাক্সের হার ২০ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ করার দাবি জানান তিনি।

সিদ্দিকুর রহমান বলেন, আমরা দীর্ঘদিন ধরে নতুন বাজারে অনুপ্রবেশের চেষ্টা করলেও আশানুরুপ ফল পাইনি। ব্যাপক চেষ্টা সত্ত্বেও জাপানের বাজারে অনু্প্রবেশ করা যাচ্ছেনা। এছাড়া অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বাজারের ক্ষেত্রেও একই অবস্থা। সবমিলিয়ে গত ১০ মাসে নতুন বাজারে আমাদের রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে মাত্র ১ দশমিক ২১ শতাংশ। যেখানে বিগত বছরে প্রবৃদ্ধি ছিল ১৫ থেকে ২০ শতাংশ।

বাণিজ্যমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের প্রতি দৃষ্টি আকর্ষণ করে সিদ্দিকুর রহমান বলেন, পোশাক শিল্পের ওপর প্রত্যক্ষ করের বোঝা না চাপিয়ে এই শিল্প সামগ্রী অর্থনীতিতে কী অবদান রাখছে, তা বিবেচনায় নিন। পাশাপাশি নতুন বিনিয়োগ উৎসাহিত করতে শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে রাজস্ব নীতিসহ অন্যান্য সকলনীতি কৌশলসমূহ পাঁচ বছরের জন্য স্থিতিশীল রাখার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ সহ-সভাপতি মোহাম্মাদ নাসির এবং মোহাম্মদা হাসান খান বাবু প্রমুখ।

দৈনিক দেশজনতা/ এমএম

প্রকাশ :মে ২৭, ২০১৭ ৫:২৫ অপরাহ্ণ