নিজস্ব প্রতিবেদক:
সন্দেহে ঘিরে রাখা সাভারের বাড়ির ভেতর থেকে দফায় দফায় বিস্ফোরণের পর অভিযান শেষ হয়েছে। বাড়িতে অভিযান চালিয়ে সাতটি গ্রেনেড ও তিনটি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ। তবে সেখান থেকে কাউকে আটক করা যায়নি।
২৭ মে শনিবার বেলা পৌনে ১টার দিকে এসব গ্রেনেড ও সুইসাইডাল ভেস্ট উদ্ধারের পর বেলা আড়াইটার দিকে অভিযান সমাপ্ত করা হয়।
ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম জানান, নির্মাণাধীন এই ছয়তলা বাড়ির দোতলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে সাতটি গ্রেনেড, তিনটি সুইসাইড ভেস্ট, ল্যাপটপ, বোমা তৈরির সার্কিটসহ নানা মালামাল উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, ঢাকার পুলিশ সুপার (এসপি) এই অভিযানের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে বিস্তারিত জানাবেন।
২৬ মে শুক্রবার সন্ধ্যার দিকে সাভার পৌরসভার গেন্ডা এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে পাঁচতলা একটি বাড়িকে ঘিরে রাখে। পরে পুলিশ জানায়, ওই বাড়ির ভাড়াটিয়ারা শুক্রবার সকালেই বাসা ছেড়ে পালিয়েছে।
রাত সাড়ে ৯টার দিকে ওই বাড়ি থেকে সামান্য দূরে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে আরেকটি বাড়ি ঘেরাও করে রাখে।
শনিবার সকাল পৌনে ১১টার দিকে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল সেখানে যায়। এরপরই ওই বাড়িতে শুরু হয় পুলিশের অভিযান।
এর আগে অভিযানের অংশ হিসেবে ওই বাড়ির বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বাড়িটিতে পানি ছুড়ে ফায়ার সার্ভিসের কর্মীরা। এছাড়া আশপাশের এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়া নির্দেশ দেওয়া হয়।
বেলা ১২টার দিকে ভয়াবহ শব্দে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম নবী জানান, ওই বাড়ির মালিক সাকিব আহমেদ। বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায়। জিজ্ঞাসাবাদের জন্য সাকিব আহমেদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
দৈনিক দেশজনতা/ এমএম