১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৩

চাকরির বয়স বাড়ানোর দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :

সরকারি চাকরির বয়স ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় মিছিল ও বিক্ষোভ করেছেন সরকারি চাকরি প্রত্যাশীরা।

বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে রাজধানীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।

পরে মিছিল নিয়ে শাহবাগ থেকে স্মারকলিপি জমা দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে রওয়ানা দিলে বাংলামোটর মোড়ে পুলিশি বাধায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
এই ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ১০, ২০১৮ ৪:২০ অপরাহ্ণ