১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২২

পরীর প্রথম ‍প্রযোজিত ছবি ‘ক্ষত’

বিনোদন ডেস্ক:

নায়ক ও নায়িকারা ছবি প্রযোজনা করেন, এটা নতুন কিছু নয়। এবার প্রযোজকের তালিকায় যুক্ত হলেন দেশের জনপ্রিয় নায়িকা পরী মণি। তাঁর প্রযোজনা সংস্থার নাম ‘সোনার তরী’।

নিজস্ব প্রযোজনা সংস্থা থেকে পরী মণি প্রথম ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন। ছবির নাম ‘ক্ষত’। ছবিতে অভিনয় করবেন পরী মণি নিজেই। তাঁর বিপরীতে দেখা যাবে নায়ক জায়েদ খানকে। ছবিটি পরিচালনা করবেন শামিম আহমেদ রনী। গতকাল শুক্রবার এফডিসিতে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পরি মণি বলেন, ‘চলচ্চিত্রই আমাকে আমার পরী মণি নামটি দিয়েছে। চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে মানুষের ভালোবাসা আমি পেয়েছি। যে কারণে আমি ভালো চলচ্চিত্র নিয়ে কাজ করতে চাই। নিজেই প্রযোজনা শুরু করছি। আজ থেকে আমাদের যাত্রা শুরু হলো। সবাই দোয়া করবেন আমরা যেন এই সোনার তরী দিয়ে ভালো চলচ্চিত্র দর্শকদের কাছে পৌঁছে দিতে পারি।’

নায়ক জায়েদ খান বলেন, ‘ছবিটিতে নতুন রূপে দর্শক আমাকে দেখবেন। এরইমধ্যে চুল ছোট করে আমি কেটেছি। পাগলের মতো করে চুল কাটা হয়েছে। কিন্তু প্রথম থেকেই আমাকে বলা হয়েছে এই লুক কাউকে আমি দেখাতে পারব না। যে কারণে গত ১৫ দিন ধরে আমাকে মাথায় কাপড় বেঁধে থাকতে হয়েছে। যখন যেখানে গেছি সেখানেই মাথায় কাপড় বেঁধে যেতে হয়েছে। সবাই দোয়া করবেন আমাদের টিমের জন্য। আমরা যেন ভালো চলচ্চিত্র আপনাদের উপহার দিতে পারি।’

অন্যদিকে, ছবির পরিচালক শামিম আহমেদ রনী বলেন, ‘পরী মণির সঙ্গে যখন আমার চলচ্চিত্র নিয়ে কথা হচ্ছিল তখন তিনি প্রথমেই বলেছিলেন এমন একটা গল্প চাই, যেখানে নায়ক- নায়িকা নয়, শিল্পী হিসেবে অভিনয় করার সুযোগ থাকবে। আমিও সেভাবেই চেষ্টা করেছি। আশা করছি ছবির গল্প সবার ভালো লাগবে।’

‘ক্ষত’ ছবিটির শুটিং শিগগির শুরু করা হবে বলে জানান শামিম আহমেদ রনি।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ১০, ২০১৮ ৪:০৩ অপরাহ্ণ