১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪২

বরিশাল শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার দুই কেন্দ্র স্থগিত

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০১৮ সালের এইচএসসি পরীক্ষার দুইটি কেন্দ্র স্থগিত করা হয়েছে।

শনিবার শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ এক আদেশে বরিশাল নগরীর ইসলামিয়া কলেজ ও আব্দুর রব সেরনিয়াবাত কলেজ কেন্দ্র দুইটি স্থগিত করে।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল আজিম জানান, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের অনুরোধে আগামী ২ এপ্রিল শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় বরিশাল ইসলামিয়া কলেজ ও আব্দুর রব সেরনিয়াবাত কলেজ কেন্দ্র স্থগিত করা হয়েছে। বরিশাল ইসলামিয়া কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা অমৃত লাল দে মহাবিদ্যালয় কেন্দ্রে এবং আব্দুর রব সেরনিয়াবাত কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে।

ফলে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ১১৪ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ৪০ কেন্দ্রে পরীক্ষা হবে, সর্বনিম্ন বরগুনা জেলায় ১২ কেন্দ্রে পরীক্ষা হবে। এরপর ঝালকাঠির ১৩, ভোলার ১৪, পিরোজপুরে ১৬ ও পটুয়াখালীর ১৯ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ১০, ২০১৮ ৫:৪১ অপরাহ্ণ