১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১০

পুরোহিতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আরশির

বিনোদন ডেস্ক:

রমেশ যোশী নামে এক পুরোহিতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন আরশি খান। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওই পুরোহিত। তার দাবি, আরশি তার কাছ থেকে ৪০ হাজার টাকা নিয়েছিলেন। কিন্তু বারবার চেয়েও সেই টাকা ফেরত পাওয়া যায়নি। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের কলকাতা২৪ পত্রিকা।

রমেশ যোশীর দাবি তার কাছ থেকে ৪০ হাজার টাকা নিয়ে ফেরৎ দেননি আরশি। আর সেই কারণে মুম্বাইয়ের সমতা নগর থানায় আরশির বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন তিনি। রমেশ যোশী বলেন, ২০১৫ সালের সেপ্টেম্বরে তার সঙ্গে আরশির পরিচয় হয় এবং এরপর তিনি প্রায়ই মন্দিরে আসেন। ২০১৫ সালের ৫ ডিসেম্বর মন্দিরে এসে আরশি বলেন যে, কেউ তার মোবাইল ও পার্স কেউ চুরি করে নিয়েছে। এজন্য তার কাছ থেকে আরশি ৪০ হাজার টাকা ধার নেন। রমেশ যোশীর অভিযোগ, ওই টাকা নিয়ে যাওয়ার পর আর কোনওদিন মন্দিরে আসেননি আরশি। বারবার ফোন করেও কোনও উত্তর পাওয়া যায়নি।

সমতা নগর থানার সিনিয়র ইন্সপেক্টর অনিল মানে জানান, আরশির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ অভিযোগের তদন্ত করছে। অন্যদিকে, আরশিও পাল্টা রমেশের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন। আরশির অভিযোগ ওই পুরোহিত অশ্লীলভাবে তার শরীরে হাত দিয়েছেন।

প্রকাশ :মার্চ ১০, ২০১৮ ১:৩১ অপরাহ্ণ