বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :
অ্যাপ গুগল প্লে থেকে ডাউনলোড করলেও অনেক সময় ফোন সমস্যায় পড়তে পারে। যদি সেই অ্যাপেই সমস্যা থাকে। দেখে নিন, সেই ক্ষতিকর অ্যাপের তালিকা।
ফাইভ নাইটস সারভাইভাল ক্রাফ্ট : গেম অ্যাপ। এই অ্যাপে হতে পারে মারাত্মক ক্ষতি।
ম্যাককুইন কার রেসিং গেম : এটি একটি কার রেসিং গেম। এটি থেকেও হতে পারে মারাত্মক ক্ষতি।
অ্যাডঅন পিক্সিমেলন : এটিও একটি থ্রিডি গেম। ফোনে না ডাউনলোড করাই ভালো।
কুল ক্রাফ্ট : ফোনে যদি মেমোরি যথেষ্ট না থাকে, তাহলে হতে পারে ভয়ানক সমস্যা। এই গেম আনইনস্টল করলে অনেকটা স্থান হতে পারে ফোনে।
ড্র কাওয়াই: এটিও একটি ফিচার গেম অ্যাপ। এটির মাধ্যমে ছোটখাটো আঁকার কাজ করা যায়। অ্যাপটি সময় কাটানোর জন্য ভালো, কিন্তু ফোনের জন্য খারাপ।
সাবওয়ে ব্যানানা রানওয়ে সার্ফার : সাবওয়ে সার্ফারের মতোই একটি অ্যাপ এটি। এটিতেও রয়েছে সমস্যা।
ড্রয়িং লেসনস অ্যাংরি বার্ড : এটি একটি ড্রয়িং অ্যাপ। ফোনের জন্য ক্ষতিকর।
গার্লস এক্সপ্লোরেশন (লাইট) : ২ডি গেমের অ্যাপ। এখনও পর্যন্ত গুগল প্লে থেকে ডাউনলোড হয়েছে ৫ লাখের মতো।
ইনভিজিবেল স্লিথার স্কিন : এটি একটি গেমিং অ্যাপ। স্থানের সমস্যা তৈরি করে ফোনে।
দৈনিকদেশজনতা/ আই সি