১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৬

ইংল্যান্ডের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক:

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ৫ ম্যাচের ওয়ানডে সিরিজটি মাঠে বেশ কিছু ভালো পারফরম্যান্স উপহার দিয়েছে। ২-১ ব্যবধানে পিছিয়ে থাকার পর চতুর্থ ম্যাচে কিউই ব্যাটসম্যান রস টেলরের অপরাজিত ১৮১ রানে ভর করে জিতেছিল স্বাগতিকরা। তাই ক্রাইস্টচার্চে শনিবার শেষ ওয়ানডেটি ছিল সিরিজ নির্ধারণী। আগের ম্যাচের লড়াকু কিউইদের খুঁজেই পাওয়া গেল না মাঠে। বরং ইংলিশ ওপেনার জনি বেয়ারেস্টোর ঝড়ো সেঞ্চুরিতে উড়েই গেল দলটি। তাদের দেয়া ২২৪ রানের লক্ষ্য ৭ উইকেট ও ১০৪ বল হাতে রেখে পেরিয়ে ৩-২ ব্যবধানে সিরিজই জিতে নিয়েছে ইংল্যান্ড।

টসে হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড এদিন ৯৩ রান তুলতেই হারায় ৬ উইকেট। তাদের কৃতজ্ঞ থাকা উচিৎ ব্যাটসম্যান হেনরি নিকোলস ও বোলিং অল রাউন্ডার মিচেল স্যান্টনারের কাছে। এই দুজনের ৮৪ রানের সপ্তম উইকেট জুটি ব্যাটিং বিপর্যয় কাটিয়ে দলকে ২০০ রানের সংগ্রহের কাছাকাছি পৌঁছে দেয়। ৫৫ রান করে দলীয় ১৭৭ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে নিকোলস ফিরলেও কিউই ইনিংসের প্রায় শেষ পর্যন্ত ক্রিজে থাকেন স্যান্টনার। আউট হওয়ার আগে ৭১ বলে ৪টি চার ও ২টি ছয়ে দলের ব্যক্তিগত সর্বোচ্চ ৬৭ রান করেন এই বাঁহাতি। ৪৯.৫ ওভারে সবগুলো উইকেট হারিয়ে নিউজিল্যান্ড দাঁড়া করায় ২২৩ রানের সংগ্রহ। এদিন দারুণ বল করেছেন ইংল্যান্ডের বোলাররা। ৩টি করে উইকেট পেয়েছেন পেসার ক্রিস ওকস ও স্পিনার আদিল রশিদ। আরেক পেসার টম কুরান পেয়েছেন ২ উইকেট।

৫০ ওভারে ২২৪ রানের লক্ষ্য খুব বড় নয়। ইংলিশ ওপেনাররা প্রথম থেকেই হাত খুলে প্রহার শুরু করেন নিউজিল্যান্ডের বোলারদের। বেয়ারেস্টো ৫৮ বলে সেঞ্চুরি তুলে নেন যা ওয়ানডেতে দলটির তৃতীয় দ্রুততম। তার ঝড়ে মাত্র ২০.১ ওভারে উদ্বোধনী জুটিতে আসে ১৫৫ রান। ৬০ বলে ৯টি চার ও ৬টি ছয়ে সাজিয়ে ১০৪ রান করে এই উইকেটকিপার-ব্যাটসম্যান সাজঘরে ফিরলেও অসুবিধায় পড়েনি তার দল। ৩ উইকেট হারিয়ে ৩২.৪ ওভারে ২২৯ রান করে সিরিজ নির্ধারণী এই ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। এদিন তাদের একটি করে উইকেট নিয়েছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট এবং দুই স্পিনার স্যান্টনার ও ইশ সোধি।

ম্যাচসেরার পুরস্কার উঠেছে বেয়ারেস্টোর হাতে। ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে সিরিজসেরা তারই সতীর্থ পেসার ওকস।

সংক্ষিপ্ত স্কোর –

নিউজিল্যান্ড :  ২২৩ (৪৯.৫ ওভার) (গাপটিল ৪৭, নিকোলস ৫৫, স্যান্টনার ৬৭; ওকস ৩/৩২, রশিদ ৩/৪২)।

ইংল্যান্ড : ২২৯/৩ (৩২.৪ ওভার) (বেয়ারেস্টো ১০৪, হেলস ৬১, স্টোকস ২৬*; বোল্ট ১/৫০, স্যান্টনার ১/৪৪)।

ম্যান অব দ্য ম্যাচ : জনি বেয়ারেস্টো।

ম্যান অব দ্য সিরিজ : ক্রিস ওকস।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১০, ২০১৮ ১২:০৫ অপরাহ্ণ