স্পোর্টস ডেস্ক:
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন নিউজিল্যান্ডের বাঁ-হাতি মারকুটে ওপেনার কলিন মুনরো। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে নিজেকে আরও তৈরি করতে পাঁচদিনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। তবে নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডে, টি-২০ ও ঘরোয়া আসরে লিস্ট ‘এ’ ও সকল সীমিত ওভারের ম্যাচ খেলে যাবার কথা জানান তিনি।
মুনরো বলেন, ‘সত্যি বলতে চলতি মৌসুমে চারদিনের ম্যাচের প্রতি আমার কোনো আগ্রহ ছিল না। কারণ, সীমিত ওভার ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ নিয়েই আমি এখন বেশ ভাবছি। ওয়ানডে ও টি-২০তে নিউজিল্যান্ড ও অকল্যান্ড এসেসের হয়ে খেলতে আমি শতভাগ দিতে চাই। পাশাপাশি জাতীয় দলের হয়ে আমি বড় লক্ষ্য অর্জন করতে চাই। বিশেষ করে পরবর্তী বিশ্বকাপ। বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে আমি আমার সেরাটা দিতে চাই। টেস্ট ছাড়ার সিদ্বান্তটা আমার ভালোর জন্য নেয়া। আমি মনে করি, এই সিদ্ধান্ত আমার ক্যারিয়ারে সাফল্য বয়ে আনবে।’
নিউজিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত একটি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে মুনরোর। ২০১৩ সালে পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে তার। ওই ম্যাচে ব্যাট হাতে ১৫ রান ও বল হাতে ২ উইকেট নেন মুনরো। এ ছাড়া কিউইদের হয়ে ৩৯টি ওয়ানডে ও ৪৫টি টি-২০ খেলেছেন মুনরো।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

